রোমান্টিক বাংলা সাহিত্যের দুটি অনন্য সৃষ্টি একসাথে—"শেষের কবিতা" ও "দেবদাস"।
একদিকে রবীন্দ্রনাথের দার্শনিক প্রেম, আধুনিক নারী লাবণ্য, আর অন্তর্নিহিত আত্মসংঘাত; অন্যদিকে শরৎচন্দ্রের করুণ প্রেম, জাতিভেদের নিষ্ঠুর বাস্তবতা, এবং দেবদাসের আত্মধ্বংসী যন্ত্রণা।এই সেটে আপনি পাবেন—
শেষের কবিতা: প্রেম, বুদ্ধি ও দার্শনিক প্রশ্নে ভরপুর রবীন্দ্রনাথের অন্যতম শ্রেষ্ঠ উপন্যাস।
দেবদাস: বাঙালি মননে স্থায়ী হয়ে থাকা এক বিপন্ন প্রেমের ট্র্যাজেডি, শরৎচন্দ্রের অমর কাহিনি।
দু’টি উপন্যাসই বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ প্রেমকাহিনির প্রতিনিধিত্ব করে—একটি মস্তিষ্কের, অন্যটি হৃদয়ের।