উপমহাদেশের এই মহান নেতার বৈচিত্র্যময় ও ঘটনাবহুল দীর্ঘ জীবনের নানা দিক এখানে উঠে এসেছে। একাগ্রতা, নি ষ্ঠা, নিরপেক্ষতার গবেষণালব্ধ এই গ্রন্থটি ভাসানীর খ্যাতির মতোই উজ্জ্বল ও অনন্য। এই অসাধারণ মৌলিক রাজনৈতিক জীবনচরিত গ্রন্থ হিসেবে উৎকৃষ্ট উদাহরণ নির্মাণ করেছে।