মঙ্গলকাব্য, চৈতন্যচরিত ও বৈষ্ণবচরিতাখ্যান প্রভৃতি থেকে সমকালীন জীবন, সমাজ ও সংস্কৃতি বিষয়ক তথ্যাদি অনেক আগেই সংগৃহীত ও আলোচিত হয়েছে নানা গ্রন্থে ও বিভিন্ন প্রবন্ধে। সেসব গ্রন্থে উক্ত বিষয়ক তথ্যাদি এযাবৎ সযত্নে সংগৃহীত কিংবা গুরুত্বসহকারে আলোচিত হয়নি, সেসব গ্রন্থের মুখ্য কয়েকটি থেকে জীবন, সমাজ ও সংস্কৃতি সম্পর্কিত তথ্য ও তত্ত্ব আমরা এ গ্রন্থে সংকলন করে দিলাম। এতেও মধ্যযুগের মানুষের জীবন-জীবিকা, চিন্তা-চেতনা, জগৎ-ভাবনা, জীবন-জিজ্ঞাসা ও জীবন-প্রতিবেশ সম্পর্কে পূর্ণাঙ্গ ধারণা লভ্য হবে না বটে, কিন্তু তথ্যের সঞ্চয় বাড়বে, আলোচনার পরিসরও হবে বিস্তৃত, এ বিশ্বাসে ও প্রত্যাশায় আমাদের এ গ্রন্থনা।
এ গ্রন্থের উপকরণ সংগ্রহ ও পাণ্ডুলিপি তৈরির জন্যে আর্থিক সাহায্য দিয়েছেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন। বিষয়পঞ্জি তৈরি করে দিয়েছেন বাংলা একাডেমির অফিসার জনাব মুহম্মদ হাবিবুল্লাহ, আর ওই বিষয়পঞ্জির প্রেসকপি তৈরি করে দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক জনাব নূরুল রহমান খান। বিদ্যার বিস্তার বাঞ্ছাবশে ব্যয়বহুল এ গ্রন্থ মুদ্রণ ও প্রকাশনার দায়িত্ব সানন্দে বহন করছেন মুক্তধারার মালিক। সাহায্যসহায়তার জন্যে সবার কাছে আমি ঋণী।
মধ্যযুগের সাহিত্যে সমাজ ও সংস্কৃতির রূপ
আহমদ শরীফ