‘এই একই আমি অসংখ্য আমি’ (অসংখ্য আমি) কিংবা ‘এখন আমি আর আমি নেই, তুমিই আমি’ (যমজ জীবন) কিংবা ‘মানুষই এক অমোঘ সত্য/এবং মনুষ্যত্ব তার শেষ শর্ত’ (এবং মনুষ্যত্ব); এমনসব অসামান্য উচ্চারণ সম্ভারে সমৃদ্ধ এই কাব্যগ্রন্থের কবিতাগুলো— কাব্যরসিক মাত্রকেই কমবেশি আন্দোলিত করবে। ভাব কি ভাষ্য অথবা ছন্দ কি প্রকরণগত বৈচিত্র্য ইত্যাদি বিবেচনায় ‘অসংখ্য আমি’ কাব্যগ্রন্থটি প্রচলিত কাব্যচর্চার ছকবাঁধা আবহে একটি অসাধারণ সংযোজন, এটা বলাটা একটুও বাড়িয়ে বলা হবে না।
অসংখ্য আমি
শিপ্রা রহমান